BCS Computer City - IDB Bhaban, 8-A Rokeya Sharani, Dhaka 1207
রাজধানীতে শুরু হলো সিটি আইটি মেগা ফেয়ার-২০২৩
05 April 2023     Technology

রাজধানীতে শুরু হলো সিটি আইটি মেগা ফেয়ার-২০২৩

রাজধানীতে শুরু হলো সিটি আইটি মেগা ফেয়ার-২০২৩

সর্বশেষ সংস্করণের অত্যাধুনিক কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর ও সিসি ক্যামেরা সহ নিত্য নতুন অনুমোদিত প্রযুক্তিপণ্যের সমাহার নিয়ে রাজধানীতে আজ থেকে শুরু হয়েছে ৬ দিনব্যাপী সিটি আইটি মেগা ফেয়ার-২০২৩। ‘টেকনোলজি, হাইওয়ে টু স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে শুরু হওয়া এবারের মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, মোস্তাফা জব্বার, মাননীয় মন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, ফরহাদ হোসেন, মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বংলাদেশ সরকার। সম্মানিত অতিথি হিসাবে ছিলেন, ঈঞ্জিনিয়ার সুব্রত সরকার, সভাপতি, বাংলাদেশ কম্পিউটার সমিতি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “স্মার্ট বাংলাদেশের সবচেয়ে বড় দুটি ভিত্তি হলো ডিজিটাল কানেকটিভিটি এবং ডিজিটাল দক্ষতা। এই ডিজিটাল দক্ষতা তৈরিতে কম্পিউটার শিল্প
অনেক অবদান রেখেছে। কোন কম্পিউটার অথবা কোন সফটওয়্যার কিভাবে ব্যবহার করতে হবে এমন বিষয়গুলো এই মার্কেটের মাধ্যমে মানুষ জানতে পেরেছে। আমি অত্যন্ত আনন্দিত যে, আমাদের বিসিএস কম্পিউটার সিটি নিয়মিতভাবে মেলার আয়োজন করে থাকে। এই মেলার মধ্য দিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের একটি মিলনমেলা তৈরি হয়। অন্যদিকে, এই মেলার মাধ্যমে ক্রেতারা বিভিন্ন পণ্য যাচাই-বাছাই করার সুযোগ পায়।”

Recent News